Wellcome to National Portal
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জানুয়ারি ২০২৩

প্রতিষ্ঠার প্রেক্ষাপট

কর্পোরেশন ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ‘বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন আইন, ১৯৭৩ (১৯৭৩ সালের ২২ নং আইন)’ দ্বারা ‘বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন’ নামে পরিচালিত হয়ে আসছে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মৎস্য সেক্টরের সেবাধর্মী ও অ-আর্থিক সরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা হতেই কর্পোরেশন বাংলাদেশে মৎস্য ও মৎস্য  শিল্পের উন্নয়ন, আধুনিক ট্রলারের মাধ্যমে গভীর সমুদ্র হতে মৎস্য আহরণ, স্বাস্থ্যসম্মত উপায়ে আহরিত মৎস্যের অবতরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণসহ মৎস্য রপ্তানিকারকদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে আসছে। কর্পোরেশনের ২০টি ইউনিট দেশের মৎস্য সম্পদ ও মৎস্য শিল্পের উন্নয়নে কাজ করছে। কর্পোরেশন FAO এর সহযোগিতায় ১৯৬৬-৭২ সালে বঙ্গোপসাগরে সাউথ প্যাচেজ, এলিফ্যান্ট পয়েন্ট, ইষ্ট অব সোয়াচ অব নো গ্রাউন্ড ও সোয়াচ অব নো গ্রাউন্ড নামক ৪টি বাণিজ্যিক মৎস্য আহরণ ক্ষেত্র আবিস্কার করে। ১৯৭২ সালে তৎকালীন সোভিয়েত রাশিয়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১০টি সামুদ্রিক ফিশিং ট্রলার উপহার প্রদান করে যার মাধ্যমে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বঙ্গোপসাগরে প্রথম বারের মত বাণিজ্যিক ভিত্তিতে মৎস্য আহরণ শুরু করে এবং সামুদ্রিক মৎস্যকে দেশের জনসাধারণের কাছে পরিচিত করে তোলে। একইসময়ে ছোট ছোট কাঠের পাল তোলা দেশীয় নৌকা যান্ত্রিকীকরণের মাধ্যমে কর্পোরেশন উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য শিকারের গোড়াপত্তন করে এবং দেশে প্রথমবারের মত কার্পাস সূতার জালের পরিবর্তে নাইলন সূতার জালের প্রচলন এবং ৩টি জাল কারখানা স্থাপন করে।

ট্রলারের মাধ্যমে সমুদ্র হতে মৎস্য আহরণ, আহরিত মাছ অবতরণ, বাজারজাতকরণ, প্রক্রিয়াকরণ এবং সামুদ্রিক মৎস্য ট্রলার নির্মাণের নিমিত্ত ১৯৭৩ সালে জাপান সরকারের কারিগরি সহায়তায় চট্টগ্রাম মৎস্য বন্দর একটি পূর্ণাঙ্গ মৎস্য বন্দর হিসেবে প্রতিষ্ঠা।

কর্পোরেশন চট্টগ্রাম মৎস্য বন্দরের মাল্টিচ্যানেল স্লিপওয়ে ডকইয়ার্ডের মাধ্যমে সামুদ্রিক ফিশিং ট্রলারসমূহের মেরামত সেবা প্রদান করছে। কর্পোরেশন চট্টগ্রামের কর্ণফুলী নদীতে স্থাপিত টি-হেড জেটির মাধ্যমে সমুদ্র্রগামী মৎস্য ট্রলারের বার্থিং সুবিধা প্রদান করছে।

কর্পোরেশন ১৯৬৪ সাল হতে ৬৮,৮০০ হেক্টর জলায়তনের কাপ্তাই হ্রদে মিঠা পানির মাছ উৎপাদন, আহরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনার মাধ্যমে পার্বত্য রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলাধীন ১০টি উপজেলার ৮ লক্ষাধিক উপজাতি/স্থানীয় জনসাধারণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, প্রোটিনের চাহিদা পূরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে।

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের প্রধান কার্যালয় ২৩-২৪, কওরান বাজার, ঢাকা এ অবস্থিত।

                                                        ২৩-২৪ কাওরান বাজারে নবনির্মিত বিএফডিসি’র প্রধান কার্যালয়।

 

রুপকল্প (Vision): জনগণের জন্য স্বাস্থ্যসম্মত মাছ সরবরাহে সহায়তাকরণ।

 

অভিলক্ষ্য (Mission): দেশের বদ্ধ ও উন্মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদন, আহরণ, আহরিত মাছের স্বাস্থ্যসম্মত অবতরণ, অবতরণোত্তর অপচয় হ্রাসকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিপণন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে মৎস্য ও মৎস্য পণ্য জনগণের দোরগোড়ায় পৌঁছানো।


লক্ষ্য ও উদ্দেশ্য (১৯৭৩ সালের আইন অনুসারে)

  • মৎস্য সম্পদ ও মৎস্য শিল্পের উন্নয়নের জন্য ব্যবস্থা গ্রহণ;
  • মৎস্য শিল্প স্থাপন;
  • মৎস্য আহরণের জন্য ইউনিট প্রতিষ্ঠা এবং মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবহারের উদ্দেশ্যে অধিকতর সমন্বিত পদ্ধতির উন্নয়ন;
  • মৎস্য শিকারের নৌকা, মৎস্য বাহন, স্থল ও জলপথে মৎস্য পরিবহণ এবং মৎস্য শিল্প উন্নয়নের সহিত জড়িত প্রয়োজনীয় সকল সরঞ্জাম ও যন্ত্রাংশ সংগ্রহ, ধারণ ও হস্তান্তর;
  • মৎস্য এবং মৎস্যজাত পণ্য সংরক্ষণ, প্রক্রিয়াকরণ, বিতরণ এবং বাজারজাতকরণের জন্য ইউনিট প্রতিষ্ঠা;
  • মৎস্য শিল্প ও মৎস্যজীবী সমবায় সমিতিকে অগ্রিম ঋণ প্রদান;
  • মৎস্যজীবী সমবায় সমিতি প্রতিষ্ঠায় উৎসাহ প্রদান;
  • মৎস্য সম্পদের জরিপ ও অনুসন্ধানের ব্যবস্থা গ্রহণ;
  • মৎস্য শিকার, প্রক্রিয়াকরণ, পরিবহণ, সংরক্ষণ এবং বাজারজাতকরণের পদ্ধতি সম্পর্কিত গবেষণা এবং প্রশিক্ষণ প্রদানের জন্য ইনস্টিটিউট প্রতিষ্ঠা বা ব্যবস্থা গ্রহণ;
  • মৎস্য এবং মৎস্যজাত পণ্য রপ্তানির জন্য প্রতিষ্ঠান স্থাপন;
  • উপরি-উল্লিখিত সকল বা যে কোন কার্য সম্পাদনের উদ্দেশ্যে আবশ্যকীয় সম্পদ অর্জন, ধারণ ও হস্তান্তর;

 

 

প্রধান কার্যাবলী

  • সমুদ্র, উপকূল, হাওর ও কাপ্তাই হ্রদ হতে আহরিত মাছের আহরণোত্তর অবচয় রোধকল্পে আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত মৎস্য অবতরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ কেন্দ্র স্থাপন;
  • সামুদ্রিক মৎস্য ট্রলারসমূহের ডকিংসহ মেরামত সুবিধাদি প্রদানের নিমিত্ত স্লিপওয়ে, মেরিন ওয়ার্কশপ, বার্থিং ও বেসিন সুবিধাদি প্রদান;
  • কাপ্তাই হ্রদ/উন্মুক্ত জলাশয়/পুকুরে মৎস্য উৎপাদন, আহরণ ও বাজারজাতকরণ এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি;
  • আহরিত মাছের অবচয় রোধকল্পে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত মৎস্য অবতরণ সুবিধাদি প্রদান;
  • মৎস্য ও মৎস্যজাত দ্রব্যাদি বাজারজাতকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং রপ্তানির জন্য সহায়তা প্রদান;
  • ঢাকা মহানগরীতে ফরমালিনমুক্ত মাছ বিপণন।

 

পরিচালনা বোর্ড

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট পরিচালনা বোর্ড রয়েছে।

 

১.

চেয়ারম্যান, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন

-

সভাপতি

২.

অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি (অতিরিক্ত সচিব পদমর্যাদার)

-

সদস্য

৩.

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার)

-

সদস্য

৪.

পরিচালক (অর্থ), বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন

-

সদস্য

৫.

পরিচালক (ক্রয় ও বিপণন), বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন

-

সদস্য

 

 

সাংগঠনিক কাঠামো

 

                                               

চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ:

কর্পোরেশনের চেয়ারম্যান পদে অতিরিক্ত সচিব পদমর্যাদার ১জন এবং পরিচালক পদে যুগ্মসচিব পদমর্যাদার ২ জন কর্মকর্তা প্রেষণে কর্মরত আছেন;

 

জনবল

ক্র:

পদের শ্রেণি/গ্রেড

অনুমোদিত পদসংখ্রা

১ম শ্রেণি (১-৯ম গ্রেড)

৯৭

২য় শ্রেণি (১০-১২ গ্রেড)

৬৫

৩য় শ্রেণি (১৪-১৮ গ্রেড)

৩৬৯

৪র্থ শ্রেণি (১৯-২০ গ্রেড)

২০০

মোট

৭৩১

 

 

কার্যক্রম পরিচালনাকারী ইউনিটসমূহ

ক্র: নং

ইউনিটের নাম

কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, রাঙ্গামাটি

চট্টগ্রাম মৎস্য বন্দর, চট্টগ্রাম

ট্রলার বহর কেন্দ্র, মৎস্য বন্দর, চট্টগ্রাম

মাল্টিচ্যানেল স্লিপওয়ে ডকইয়ার্ড কেন্দ্র, মৎস্য বন্দর, চট্টগ্রাম

মৎস্য অবতরণ ও পাইকারী মৎস্য বাজার, কক্সবাজার

মৎস্য অবতরণ ও পাইকারী মৎস্য বাজার, পাথরঘাটা, বরগুনা

মৎস্য অবতরণ ও পাইকারী মৎস্য বাজার, খুলনা

মৎস্য অবতরণ ও পাইকারী মৎস্য বাজার, বরিশাল

মোহনগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্র, নেত্রকোনা

১০

ভৈরব মৎস্য অবতরণ কেন্দ্র, কিশোরগঞ্জ

১১

সুনামগঞ্জ মৎস্য অবতরণ, সুনামগঞ্জ

১২

আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র, পটুয়াখালী

১৩

মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র, পটুয়াখালী

১৪

রামগতি মৎস্য অবতরণ কেন্দ্র, লক্ষ্মীপুর

১৫

পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্র, পিরোজপুর

১৬

মৎস্য অবতরণ, সংরক্ষণ ও বিতরণ কেন্দ্র, মনোহরখালী, চট্টগ্রাম

১৭

ঢাকা মহানগর আধুনিক মৎস্য বিপণন কেন্দ্র, যাত্রাবাড়ী, ঢাকা

১৮

মৎস্য প্রক্রিয়াকরণ ও বিপণন কেন্দ্র, কক্সবাজার

১৯

মৎস্য প্রক্রিয়াকরণ ও বিপণন কেন্দ্র, মংলা, বাগেরহাট

২০

মৎস্য প্রক্রিয়াকরণ ও বিপণন কেন্দ্র, পাগলা, নারায়ণগঞ্জ

 

 

চলমান উন্নয়ন প্রকল্প

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে ২২৮.০৩ কোটি টাকা ব্যয়ে নিম্নোক্ত ২টি উন্নয়ন প্রকল্প চলমান আছে।

ক্রঃ

প্রকল্পের নাম

মেয়াদকাল

প্রাক্কলিত ব্যয় (কোটি টাকায়)

কক্সবাজার জেলায় শুটকি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন প্রকল্প

০১/০১/২০২১ হতে ৩১/১২/২০২৩

১৯৮.৭৯

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন প্রকল্প

০১/০৭/২০২১ হতে ৩০/০৬/২০২৪

২৯.২৪

মোট

২২৮.০৩

 

 

প্রস্তাবিত নতুন প্রকল্প/পরিকল্পনা

 

  • একনেক এর ১৮ আগস্ট ২০২০ তারিখের সভার সিদ্ধান্ত অনুযায়ী গভীর সমুদ্রের টুনা, সমজাতীয় পেলাজিক মাছসহ অন্যান্য মাছ আহরণের নিমিত্ত সরকারি অর্থায়নে ডিপ সি ফিশিং ট্রলার ক্রয় ও চট্টগ্রাম মৎস্য বন্দরের ১০ একর জমিতে ‘ফিশ প্রসেসিং এন্ড এক্সপোর্ট কমপ্লেক্স স্থাপনের নিমিত্ত একটি যুগোপযোগী প্রকল্প গ্রহণ করা। উক্ত প্রকল্পের ডিপিপি প্রণয়নের কাজ চলমান আছে;
  • দেশের সরকারি পুকুর, দিঘি, হ্রদ, খালবিল ইত্যাদি জলাশয়ে মৎস্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণ কার্যক্রম গ্রহণ করা। এ পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ ও পাবনা জেলার ৪টি উপজেলায় ৭৮৩টি সরকারি খাস পুকুরে মৎস্য উৎপাদনের নিমিত্ত বিএফডিসি’র অনুকূলে ন্যস্তকরণের নিমিত্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরে প্রস্তাব প্রেরণ করা হয়েছে;
  • মাছের প্রাচুর্যতার ভিত্তিতে দেশের সকল জেলায় স্বাস্থ্যসম্মত মৎস্য অবতরণ ও প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন;
  • উপকূলীয় এলাকার সুবিধাজনক স্থানে সামুদ্রিক মৎস্য ট্রলার নির্মাণ ও মেরামতের জন্য ডকইয়ার্ড এবং বার্থিং এর জন্য টি-হেড জেটি স্থাপন করা;
  • কর্পোরেশনের কর্মকর্তা-কর্মচারিদের জন্য পেনশন সুবিধা চালুকরণ;
  • কর্পোরেশনের ২৩-২৪ কাওরান বাজারস্থ বিএফডিসি ভবন ৭তলা হতে ১৫তলা পর্যন্ত উর্ধ্বমুখী সম্প্রসারণ।


COVID19 Movement Pass Online Police Clearance BD Police Help line Expatriate Cell Opinion or Complaint NIS Bangladesh Police Hot Line Number Right to Information PIMS Police Cyber Support for Women BPWN Annual Training Workshop Achievement & Success PHQ Invitation Card
Press Release Recruitment Information Procurement / Tender Notice Legal Instrument Innovation Corner Detective Magazine Bangladesh Football Club Diabetes-Covid19 Exam Results Accident Info Important Forms

Apps

icon icon icon icon icon icon