Wellcome to National Portal
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd ডিসেম্বর ২০২৪

কাপ্তাই লেক মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, রাঙ্গামাটি

কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র

মোট জমির পরিমাণ: ৪৮.০২ একর

পার্বত্য চট্টগ্রামের বৃহত্তর রাঙ্গামাটি জেলার কাপ্তাই অঞ্চলে জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য ১৯৬১ সনে কাপ্তাই হ্রদ সৃষ্টি করা হয়। ১৯৬৪ সনে এ জলাশয়ের মৎস্য উন্নয়ন ও ব্যবস্থাপনার দায়িত্ব বাংলাদশে মৎস্য উন্নয়ন কর্পোরেশনের নিকট ন্যস্ত হয়। এ ইউনিটে অনুমোদিত জনবল ১০২ জন এবং বর্তমানে কর্মরত ৭৭ (স্থায়ী-৪০, দৈনিক ভিত্তিক-৩৬, আউটসোর্সিং-০১) জন লোকবল দ্বারা ইউনিটটি লাভজনকভাবে পরিচালিত হচ্ছে। বর্তমানে উক্ত ইউনিটে নিম্নোক্ত উপকেন্দ্র, স্থাপনা/অবকাঠামোর মাধ্যমে সার্বিক কার্যক্রম পরিচালিত হচ্ছে।   

কেন্দ্র/উপকেন্দ্র/চেকপোষ্ট জমির পরিমাণ:

জমির অবস্থান

পরিমাণ

রাঙ্গামাটি সদর (অফিস, প্যাকিংশেড, বরফকল, পিডি ভবন, রেষ্ট হাউজ, অফিসার্স কোয়াটার, স্টাফ কোয়াটার ও ব্যারাক)

১.৮৭ একর

 

কালিন্দিপুর, রাঙ্গামাটি

নার্সারী বাঁধ সুইচ গেট ও নার্সারী পুকুর

৫.২৮ একর

 

মানিকছড়ি চেকপোষ্ট, রাঙ্গামাটি

০.০২ একর

কাপ্তাই উপকেন্দ্র, রাঙ্গামাটি (বাংলো, অফিস, পরিদর্শণ কক্ষ, ব্যারাক (২) বরফকল (৫টন) ভবন ও প্যাকিং শেডের জন্য নির্ধারিত)

০.২৫ একর

 

চিৎমরম চেকপোষ্ট, কাপ্তাই রাঙ্গামাটি

০.০২ একর

লংগদু উপকেন্দ্র, রাঙ্গামাটি

(অফিস-কাম-ব্যারাক, নার্সারী বাঁধ, সুইচ গেট, নার্সারী পুকুর)

১২.২০ একর

মারিশ্যা উপকেন্দ্রে, বাঘাইছড়ি, রাঙ্গামাটি

০.১১ একর

জালিয়াপাড়া চেকপোষ্ট, খাগড়াছড়ি

০.৩৩ একর

জিরো পয়েন্ট চেকপোষ্ট, খাগড়াছড়ি

০.৩৩ একর

মহালছড়ি উপকেন্দ্র, খাগড়াছড়ি

(চেকপোষ্ট, অফিস, পরিদর্শণ কক্ষ বরফকল (৫টন) ও ব্যারাক)

০.৯৭ একর

১১ মারিশ্যাচর, রাঙ্গামাটি

(নার্সারী পুকুর, ব্রুড পুকুর, হ্যাচারী, অফিসসহ আবাসন)

২৬.৬৪ একর

কেন্দ্রের বিদ্যমান স্থাপনা/অবকাঠামো:

১) অফিস ভবন: ০১ টি, দ্বিতলা বিশিষ্ট;

২) আবাসিক ভবন: ০৩ টি, (০১ টি ২ তলা, ০১ টি ৩ তলা ৩য় ও ০১ টি ৪ তলা বিশিষ্ট)

৩) রেষ্ট হাউজ: ০১ টি  ২ তলা বিশিষ্ট।

৪) পন্টুন: ০৮ টি

৫) বরফকল ও উৎপাদন ক্ষমতা: ০৩ টি

(১ টি ২৫ টন ক্ষমতা; ২টি ৫ টন ক্ষমতা:  (০১ টি ভাড়ায় পরিচালিত);

৬) আড়তঘর: ০২ টি, ২য় তলা বিশিষ্ট ৩৯ টি কক্ষ:

৭) প্যাকিং শেড: ০৩ টি;

৮) চেকপোষ্ট: ০৫ টি

কমান্ডার মো: আশরাফুল আলম ভূঁইয়া, (এনডি), বিএন, ব্যবস্থাপক, কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, রাঙ্গামাটি।

কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, রাঙ্গামাটি’র ওয়েবসাইট