চেয়ারম্যান, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান জনাব সুরাইয়া আখতার জাহান বিসিএস প্রশাসন ক্যাডারের ১৮তম ব্যাচের একজন সদস্য। তিনি বগুড়া জেলার ধনুট উপজেলার ঝিনাই গ্রামের একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন।
তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ইংরেজি সাহিত্যে বি.এ (অনার্স) ও এম.এ ডিগ্রী সম্পন্ন করেন এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে গভর্নেন্স অ্যান্ড ডেভলপমেন্ট এর উপর এম.এ ডিগ্রী অর্জন করেন। এছাও তিনি ইউনিভার্সিটি অফ সিডনি, অস্ট্রেলিয়া থেকে ২০১০ সালে পাবলিক পলিসির উপর আরো একটি এম.এ ডিগ্রী সম্পন্ন করেন।
তিনি চাকুরি জীবনের শুরুতে সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব, বিদ্যুৎ বিভাগ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়ের উপসচিব ও বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের পরিচালক (অর্থ) হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি বিসিএস (প্রশাসন) ফাউন্ডেশন প্রশিক্ষণ, আইন ও প্রশাসন প্রশিক্ষণ, সার্ভে ও স্যাটেলম্যান্ট প্রশিক্ষণ, ফিসকাল ইকোনমিক্স এবং ইকোনমিক ম্যানেজমেন্ট, ই-ফাইল ম্যানেজমেন্ট সিস্টেম, পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট অ্যান্ড রুলসসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অভ্যন্তরীণ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
তিনি আমেরিকা, ইন্দোনেশিয়া, থাইল্যান্ডসহ বিভিন্ন দেশে পেশাগত বিষয়ে বৈদেশিক প্রশিক্ষণ গ্রহণ করেন। এছাড়া দেশে এবং বিদেশের Peer Reviewed Journal এ তাঁর একাডেমিক প্রকাশনা রয়েছে।
উল্ল্যেখযোগ্য অর্জন:
তিনি দক্ষিণ কোরিয়া থেকে Women & Future Award for Leadership-2011 পদক অর্জন করেন, Bangladesh Football Federation (BFF)-এ Appeal Body for Club Licensing এর সদস্য এবং বাফুফে নির্বাচন কমিশনার পদে দায়িত্ব পালন করছেন। তিনি Bangladesh Girl Guides Association হতে Patrol Leader Training Course সম্পন্ন করেন।
এছাড়াও তিনি একজন স্বীকৃত জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রশিক্ষক।