Wellcome to National Portal
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১০ নভেম্বর ২০২৪

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন প্রকল্প

প্রকল্পের নামঃ সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন প্রকল্প।

 

  প্রকল্পের উদ্দেশ্য ও লক্ষ্যমাত্রা (সুবিধাভোগীসহ):

 

            সাধারণ উদ্দেশ্যঃ হাওর অঞ্চলে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে মৎস্য অবতরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থাপনার উন্নয়ন। শুটকী উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থাপনার উন্নয়ন। মৎস্য আহরণ, প্রক্রিয়াকরণ, প্যাকেজিং ও বিপণন এর কাজে জড়িতদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। বিশেষতঃ মৎস্য বাছাই, প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং এর কাজে জড়িত মহিলাদের জন্য বর্ধিত হারে কর্ম সৃজন ওদারিদ্র্য বিমোচনে সহায়তা করা।

            সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহঃ

            (ক) সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় আধুনিক ও স্বাস্থ্যসম্মত মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন করা।

            (খ)  HACCP (Hazard Analyisis Critical Control Point) মান অনুয়ায়ী দেশের মৎস্য বিপণন                    নেটওয়ার্কের উন্নয়ন।

            (গ)  প্রকল্প এলাকায় আহরণকৃত মাছের ৪০% Post Harvest Loss কমিয়ে আনা।

     প্রধান কার্যক্রমসমূহ ও লক্ষ্যমাত্রাঃ

  • প্রকল্প এলাকায়  ভূমি উন্নয়ন;
  • মাল্টিপারপাস বিল্ডিং নির্মাণ;
  • বরফকল এবংকোল্ড স্টোরেজ নির্মাণ;
  • গ্রীণ হাউজ মেকানিক্যাল ড্রায়ার এবং  সোলার মিনিগ্রীড চালিত ড্রায়ার স্থাপন;
  •  বাউন্ডারী ওয়াল নির্মাণ করা;
  •  জেনারেটরসহ  বৈদ্যুতিক সাব ষ্টেশন স্থাপন করা।

 

 

প্রকল্পের বাস্তবায়নকাল

:

 

                        ক)  শুরুর তারিখ    :

            ০১/০৭/২০২১ খ্রিঃ

                        খ)  সমাপ্তির তারিখ :

            ৩০/০৬/২০২৪ খ্রিঃ