Wellcome to National Portal
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৬ এপ্রিল ২০১৭

মৎস্য অবতরন ও পাইকারি মৎস্য বাজার, কক্সবাজার

১৯৬৫-৬৬ সনে ৩.৭০ একর জমিতে বাঁকখালী নদীর তীরে কতিপয় স্থাপনা সহ শুধুমাত্র স্থাপনার মূল্য বাবদ ৪৯.৬৬ লক্ষ টাকার বিনিময়ে মৎস্য অধিদপ্তরের নিকট হতে এ ইউনিটটি গ্রহণ করা হয়। ১৯৯৭-২০০০ মেয়াদে ৬.৭৩ কোটি টাকায় BMRE করা হয়। বর্তমানে ইউনিটটিতে নিম্নোক্ত সুবিধাদি বিদ্যমান আছে।

  • বরফকল (৩০ টন ক্ষমতা) - ১টি
  •  আড়ৎঘর (মৎস্য বিপণনের জন্য) - ৩৪ টি
  •  দোকানঘর (মৎস্য বিপণনের জন্য) - ২০ টি

 

          এ ইউনিটের অকশন হলটির ১৬ টি পিলারসহ বেইজমেন্ট গত ০৬/০৭/২০১৫ খ্রিঃ তারিখে বাঁকখালী নদীর প্রবল স্রোতে ভেসে যায়। তাই ঝুকিপূর্ণ হওয়াতে অকশন হলটির বাকি অংশ পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বিকল্প হিসেবে ইউনিটটির অভ্যন্তরে আরেকটি অকশন হল নির্মাণ করা হচ্ছে। নদীর ভাঙ্গন রোধ কল্পে পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে ৪.২৫ কোটি টাকায় প্রোটেকশন বাঁধ নির্মাণাধীন আছে। অপর দিকে কর্পোরেশনের চেয়ারম্যান, জনাব পিউস কস্তা ঐকান্তিক প্রচেষ্টার ফলে কক্সবাজার ইউনিটটি প্রতিষ্ঠার প্রায় পঞ্চাশ বছর পর ভূমি মন্ত্রণালয় কর্তৃক ধার্যকৃত প্রতিকী মূল্য  ১.০১ লক্ষ টাকার বিনিময়ে ৩.৭০ একর জমি গত আগষ্ট/১৫ মাসে জেলা প্রশাসক, কক্সবাজার থেকে ক্রয় পূর্বক বিএফডিসি’র নামে রেজিষ্ট্রি করে নেওয়া হয়েছে।