Wellcome to National Portal
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ মে ২০২৪

ক্রয় বিভাগ

কার্যাবলী :

  • স্থানীয় বাজার এবং আন্তর্জাতিক বাজার থেকে ট্রলার, বোট, ইঞ্জিন, প্যান্টস এবং মেশিনারীজ এবং ফিশিংইকুইপমেন্ট, ক্রয়/সংগ্রহ করণ।
  • বিভিন্ন ধরণের ইকুইপমেন্ট, মেশিনারী এবং যানবাহন ক্রয়/সংগ্রহের জন দরপত্র তৈরী ও উক্ত দরপত্র প্রত্রিকায় প্রকাশের ব্যবস্থাকরণ।
  • ক্রয়/সংগ্রহ ডকুমেন্ট তৈরী স্বাক্ষর করা এবং এল, সি খোলা।
  • বিভিন্ন ধরনের মালামাল/যন্ত্রাংশ প্লান্ট/মেশিনারীজ, কর্য/সংগ্রহের বিল পরিশোধের প্রক্রিয়া সম্পন্ন করণ।
  • প্রধান কার্যালয়সহ বহিঃস্থ কেন্দ্রেসমূহের জন্য মনোহরী দ্রব্যাদি, আসবাব পত্র, লিভারীজ এবং বিভিন্ন ফর্ম/মেমো বই/মানি রিসিপ্ট/নোটশীট, ইত্যাদি ক্রয়/ প্রিন্টিং করণ।
  • প্রধান কার্যালয়সহ বহিঃস্থ কেন্দ্র সমূহের পুরাতন, অকেজো (স্ক্রেপ্ট) মালামাল বাতিল ঘোষনাসহ সংরক্ষিত মূল্য নির্ধারণ করণ এবং সংরক্ষিত মূল্য কনডেমনেশন কমিটির সভায় অনুমোদনের বাবস্থা করণ ও নিলামে বিক্রয়ের বেবস্থা করণ।