Wellcome to National Portal
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩০ মে ২০২৪

কক্সবাজার জেলায় শুটকি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন প্রকল্প

প্রকল্পের পটভূমি: কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের লক্ষ্যে বিমানবন্দরটি সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দেয়। সে লক্ষ্যে বিমানবন্দরের আশেপাশের এলাকায় সরকারি খাস জমিতে বিশেষ করে কুতুবদিয়া পাড়া-সমিতিপাড়া-নাজিরারটেক নামে পরিচিত কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড এলাকায় বসবাসরত বাসিন্দাদের স্থানান্তরের প্রয়োজন হয়। ঐ এলাকায় বসবাসরত ৪৬০৯টি পরিবারকে সরিয়ে নিয়ে খুরুশকুল বিশেষ আশ্রায়ণ প্রকল্পে পুনর্বাসনের পাশাপাশি তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য ‘কক্সবাজার জেলায় শুটকি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন’ প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ প্রকল্পের আওতায় ০১টি শুটকি প্রক্রিয়াকরণ অঞ্চল ও বিক্রয় কেন্দ্র নির্মাণ করা হবে যেখানে শুটকি উৎপাদন ও বিক্রয়ের মাধ্যমে তাদের জীবিকা উপার্জন নিশ্চিত হবে।

 

প্রকল্পের সুনির্দিষ্ট উদ্দেশ্যসমূহঃ

  • পুনর্বাসিত পরিবারসমূহের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।
  • গুণগত মানসম্পন্ন কাঁচা মাছ সংগ্রহের জন্য আধুনিক মৎস্য অবতরণ ব্যবস্থা নিশ্চিত করা।
  • শুটকী মাছ উৎপাদন, সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থাপনার উন্নয়ন।
  • গুণগত মানসম্পন্ন শুটকি মাছের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাজারে প্রবেশাধিকারে সহায়তা করা।

 

প্রকল্পের প্রধান কার্যক্রমসমূহ ও লক্ষ্যমাত্রাঃ

  • ২৫০০ বর্গমিটার আয়তনেরঅবতরণ শেড নির্মাণ;
  • ১৮৬০ বর্গমিটার আয়তনের ৪ তলাবিশিষ্টল্যাব, অফিস, প্রশিক্ষণ কেন্দ্র কাম ডরমেটরী নির্মাণ;
  • ১০০ টন ক্ষমতাসম্পন্ন কোল্ড স্টোরেজ (৪ চেম্বারবিশিষ্ট) নির্মাণ;
  • ০২টি ওয়ে ব্রীজ এবং ০৩টি পন্টুন/গ্যাংওয়ে তৈরী করা;
  • ৩৫০টি বিএফআরআই ফিস মেকানিক্যাল ড্রায়ার এবং ৩০টি মেকানিক্যাল ড্রায়ার স্থাপন;
  • ৩৬টি শুটকী বিক্রয় কেন্দ্র নির্মাণ;
  • ১০টি টয়লেট জোন নির্মাণ;
  • প্যাকেজিং ফ্যাক্টরী স্থাপন;
  • ইটিপি, এসটিপি ও ডাব্লিউটিপি নির্মাণ;
  • ০৩টি জেনারেটরসহ ০১টি বৈদ্যুতিকসাবষ্টেশনস্থাপনকরা;
  • ০৩টি আরসিসিজেটিনির্মাণকরা।

প্রকল্প বাস্তবায়নকালঃ

  • জানুয়ারি ২০২১ হতে ডিসেম্বর ২০২৩ খ্রি:।

 

প্রকল্পের প্রাক্কলিত ব্যয়ঃ

  • ১৯৮ কোটি ৭৯ লাখ টাকা।