Wellcome to National Portal
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ এপ্রিল ২০১৭

মৎস্য প্রক্রিয়াকরণ এবং বিপণন কেন্দ্র, পাগলা, নারায়ানগঞ্জ

১৯৭৫-৮১ মেয়াদে ৮.২২ কোটি টাকা ব্যয়ে ১.৩৭ একর জমিতে শীতলক্ষা নদীর তীরে ইউনিটটি স্থাপন করা হয়। বর্তমানে নিম্নোক্ত সুবিধাদি বিদ্যমান আছে।

  • হিমাগার  (৫০০ টন ক্ষমতা) - ২টি
  • ব্লাষ্ট ফ্রিজার (৮ টন ক্ষমতা/দৈনিক) - ১টি
  • প্লেট ফ্রিজার (২টন ক্ষমতা) - ১টি
  • বরফ কল  (৩০ টন ক্ষমতা)- ১টি  
  • মাছ/চিংড়ির  প্রক্রিয়াকরণ কারখানা (HACCP মানের ) - ১টি
  • কভার্ড ভ্যান - ৫টি

 

        উল্লেখ্য যে, ১৯৮১ থেকে ১৯৯৭ পর্যন্ত কর্পোরেশন কর্তৃক প্রক্রিয়াকরণ কারখানাটি চালু ছিল। পরবর্তীতে ১৯৯৮ হতে ২০০৪ সময়ে কারখানাটি ভাড়ায় প্রদান করা হয়েছিল। বর্তমানে ভাড়াটিয়া কর্তৃক উচ্চতর আদালতে মামলা থাকায় কারখানাটির কার্যক্রম বন্ধ আছে। বরফকলটি ভাড়ায় পরিচালিত হচ্ছে এবং ইউনিটের ০৫ টি কভার্ড ভ্যানের মাধ্যমে ঢাকা মহানগরীতে ফরমালিনমুক্ত তাজা মাছ ন্যায্যমূল্যে বিক্রি কার্যক্রম চালু আছে।