Wellcome to National Portal
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ ডিসেম্বর ২০২৪

মৎস্য অবতরন,সংরক্ষণ এবং বিতরণ কেন্দ্র, মনোহরখালী, চট্রগ্রাম

জাপান সরকারের অনুদানে ১৯৯৪ সালে ৫৪.২৬ কোটি টাকা ব্যয়ে ১.৬৯ একর জমির উপর কর্ণফুলী নদীর উত্তর তীরে ইউনিটটি স্থাপন করা হয়। বর্তমানে নিম্নোক্ত সুবিধাদি বিদ্যমান আছে।

  • বরফকল (৩০ টন ক্ষমতা) - ১টি
  • নিলাম শেড (HACCP মানের) - ১টি
  • আড়ৎঘর (মৎস্য বিপণনের জন্য) - ৪২ টি
  • ফ্রিজিং স্টোর (১০০ টন ক্ষমতা) - ১টি

          বর্তমানে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্প এর মাটি ভরাট এবং কর্ণফুলী নদীকূল রক্ষা বাধ নির্মাণের ফলে মনোহরখালী ইউনিটের মুখ ও নদী তীর বন্ধ হয়ে যায়। ফলে মৎস্য অবতরণ ও বরফ বিক্রয় সংক্রান্ত কার্যক্রম বন্ধ হয়ে পড়ায় এটি অলাভজনক ইউনিটে পরিণত হয়। নদীর মুখ বন্ধ হওয়ায় ইউনিটটিকে আর পূর্বের কার্যক্রমে ফিরিয়ে নেওয়া সম্ভব নয়।