কর্পোরেশন ১৯৬৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি ‘বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন আইন, ১৯৭৩ (১৯৭৩ সালের ২২ নং আইন)’ দ্বারা ‘বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন’ নামে পরিচালিত হয়ে আসছে। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন মৎস্য সেক্টরের সেবাধর্মী ও অ-আর্থিক সরকারি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠা হতেই কর্পোরেশন বাংলাদেশে মৎস্য ও মৎস্য শিল্পের উন্নয়ন, আধুনিক ট্রলারের মাধ্যমে গভীর সমুদ্র হতে মৎস্য আহরণ, স্বাস্থ্যসম্মত উপায়ে আহরিত মৎস্যের অবতরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ ও বাজারজাতকরণসহ মৎস্য রপ্তানিকারকদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে আসছে। কর্পোরেশনের ২০টি ইউনিট দেশের মৎস্য সম্পদ ও মৎস্য শিল্পের উন্নয়নে কাজ করছে। কর্পোরেশন FAO এর সহযোগিতায় ১৯৬৬-৭২ সালে বঙ্গোপসাগরে সাউথ প্যাচেজ, এলিফ্যান্ট পয়েন্ট, ইষ্ট অব সোয়াচ অব নো গ্রাউন্ড ও সোয়াচ অব নো গ্রাউন্ড নামক ৪টি বাণিজ্যিক মৎস্য আহরণ ক্ষেত্র আবিস্কার করে। ১৯৭২ সালে তৎকালীন সোভিয়েত রাশিয়া কর্তৃক ১০টি সামুদ্রিক ফিশিং ট্রলার উপহার প্রদান করে যার মাধ্যমে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন বঙ্গোপসাগরে প্রথম বারের মত বাণিজ্যিক ভিত্তিতে মৎস্য আহরণ শুরু করে এবং সামুদ্রিক মৎস্যকে দেশের জনসাধারণের কাছে পরিচিত করে তোলে। একইসময়ে ছোট ছোট কাঠের পাল তোলা দেশীয় নৌকা যান্ত্রিকীকরণের মাধ্যমে কর্পোরেশন উপকূলীয় ও সামুদ্রিক মৎস্য শিকারের গোড়াপত্তন করে এবং দেশে প্রথমবারের মত কার্পাস সূতার জালের পরিবর্তে নাইলন সূতার জালের প্রচলন এবং ৩টি জাল কারখানা স্থাপন করে।
ট্রলারের মাধ্যমে সমুদ্র হতে মৎস্য আহরণ, আহরিত মাছ অবতরণ, বাজারজাতকরণ, প্রক্রিয়াকরণ এবং সামুদ্রিক মৎস্য ট্রলার নির্মাণের নিমিত্ত ১৯৭৩ সালে জাপান সরকারের কারিগরি সহায়তায় চট্টগ্রাম মৎস্য বন্দর একটি পূর্ণাঙ্গ মৎস্য বন্দর হিসেবে প্রতিষ্ঠা।
কর্পোরেশন চট্টগ্রাম মৎস্য বন্দরের মাল্টিচ্যানেল স্লিপওয়ে ডকইয়ার্ডের মাধ্যমে সামুদ্রিক ফিশিং ট্রলারসমূহের মেরামত সেবা প্রদান করছে। কর্পোরেশন চট্টগ্রামের কর্ণফুলী নদীতে স্থাপিত টি-হেড জেটির মাধ্যমে সমুদ্র্রগামী মৎস্য ট্রলারের বার্থিং সুবিধা প্রদান করছে।
কর্পোরেশন ১৯৬৪ সাল হতে ৬৮,৮০০ হেক্টর জলায়তনের কাপ্তাই হ্রদে মিঠা পানির মাছ উৎপাদন, আহরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ সংক্রান্ত কার্যক্রম পরিচালনার মাধ্যমে পার্বত্য রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলাধীন ১০টি উপজেলার ৮ লক্ষাধিক উপজাতি/স্থানীয় জনসাধারণের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, প্রোটিনের চাহিদা পূরণ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে।
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের প্রধান কার্যালয় ২৩-২৪, কওরান বাজার, ঢাকা এ অবস্থিত।
২৩-২৪ কাওরান বাজারে নবনির্মিত বিএফডিসি’র প্রধান কার্যালয়।
রুপকল্প (Vision): জনগণের জন্য স্বাস্থ্যসম্মত মাছ সরবরাহে সহায়তাকরণ।
অভিলক্ষ্য (Mission): দেশের বদ্ধ ও উন্মুক্ত জলাশয়ে মৎস্য উৎপাদন, আহরণ, আহরিত মাছের স্বাস্থ্যসম্মত অবতরণ, অবতরণোত্তর অপচয় হ্রাসকরণ, সংরক্ষণ, প্রক্রিয়াকরণ এবং বিপণন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করে মৎস্য ও মৎস্য পণ্য জনগণের দোরগোড়ায় পৌঁছানো।
লক্ষ্য ও উদ্দেশ্য (১৯৭৩ সালের আইন অনুসারে)
প্রধান কার্যাবলী
পরিচালনা বোর্ড
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের ৫ (পাঁচ) সদস্য বিশিষ্ট পরিচালনা বোর্ড রয়েছে।
১. |
চেয়ারম্যান, বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন |
- |
সভাপতি |
২. |
অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি (অতিরিক্ত সচিব পদমর্যাদার) |
- |
সদস্য |
৩. |
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধি (যুগ্মসচিব পদমর্যাদার) |
- |
সদস্য |
৪. |
পরিচালক (অর্থ), বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন |
- |
সদস্য |
৫. |
পরিচালক (ক্রয় ও বিপণন), বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন |
- |
সদস্য |
সাংগঠনিক কাঠামো
চেয়ারম্যান ও পরিচালক নিয়োগ:
কর্পোরেশনের চেয়ারম্যান পদে অতিরিক্ত সচিব পদমর্যাদার ১জন এবং পরিচালক পদে যুগ্মসচিব পদমর্যাদার ২ জন কর্মকর্তা প্রেষণে কর্মরত আছেন;
জনবল |
||
ক্র: |
পদের শ্রেণি/গ্রেড |
অনুমোদিত পদসংখ্রা |
১ |
১ম শ্রেণি (১-৯ম গ্রেড) |
১০০ |
২ |
২য় শ্রেণি (১০-১২ গ্রেড) |
৫২ |
৩ |
৩য় শ্রেণি (১৪-১৮ গ্রেড) |
৩১৭ |
৪ |
৪র্থ শ্রেণি (১৯-২০ গ্রেড) |
১৫০ |
মোট |
৬১৯ |
কার্যক্রম পরিচালনাকারী ইউনিটসমূহ
ক্র: নং |
ইউনিটের নাম |
১ |
কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র, রাঙ্গামাটি |
২ |
চট্টগ্রাম মৎস্য বন্দর, চট্টগ্রাম |
৩ |
ট্রলার বহর কেন্দ্র, মৎস্য বন্দর, চট্টগ্রাম |
৪ |
মাল্টিচ্যানেল স্লিপওয়ে ডকইয়ার্ড কেন্দ্র, মৎস্য বন্দর, চট্টগ্রাম |
৫ |
মৎস্য অবতরণ ও পাইকারী মৎস্য বাজার, কক্সবাজার |
৬ |
মৎস্য অবতরণ ও পাইকারী মৎস্য বাজার, পাথরঘাটা, বরগুনা |
৭ |
মৎস্য অবতরণ ও পাইকারী মৎস্য বাজার, খুলনা |
৮ |
মৎস্য অবতরণ ও পাইকারী মৎস্য বাজার, বরিশাল |
৯ |
মোহনগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্র, নেত্রকোনা |
১০ |
ভৈরব মৎস্য অবতরণ কেন্দ্র, কিশোরগঞ্জ |
১১ |
সুনামগঞ্জ মৎস্য অবতরণ, সুনামগঞ্জ |
১২ |
আলীপুর মৎস্য অবতরণ কেন্দ্র, পটুয়াখালী |
১৩ |
মহিপুর মৎস্য অবতরণ কেন্দ্র, পটুয়াখালী |
১৪ |
রামগতি মৎস্য অবতরণ কেন্দ্র, লক্ষ্মীপুর |
১৫ |
পাড়েরহাট মৎস্য অবতরণ কেন্দ্র, পিরোজপুর |
১৬ |
মৎস্য অবতরণ, সংরক্ষণ ও বিতরণ কেন্দ্র, মনোহরখালী, চট্টগ্রাম |
১৭ |
ঢাকা মহানগর আধুনিক মৎস্য বিপণন কেন্দ্র, যাত্রাবাড়ী, ঢাকা |
১৮ |
মৎস্য প্রক্রিয়াকরণ ও বিপণন কেন্দ্র, কক্সবাজার |
১৯ |
মৎস্য প্রক্রিয়াকরণ ও বিপণন কেন্দ্র, মংলা, বাগেরহাট |
২০ |
মৎস্য প্রক্রিয়াকরণ ও বিপণন কেন্দ্র, পাগলা, নারায়ণগঞ্জ |
চলমান উন্নয়ন প্রকল্প
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনে ২২৮.০৩ কোটি টাকা ব্যয়ে নিম্নোক্ত ২টি উন্নয়ন প্রকল্প চলমান আছে।
ক্রঃ |
প্রকল্পের নাম |
মেয়াদকাল |
প্রাক্কলিত ব্যয় (কোটি টাকায়) |
১ |
কক্সবাজার জেলায় শুটকি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন প্রকল্প |
০১/০১/২০২১ হতে ৩১/১২/২০২৩ |
১৯৮.৭৯ |
২ |
সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন প্রকল্প |
০১/০৭/২০২১ হতে ৩০/০৬/২০২৪ |
২৯.২৪ |
৩ | Improvement of Fish Landing Center of Bangladesh Fisheries Development Corporation in Cox,s Bazar District শীর্ষক প্রকল্প। |
০১/০১/২০২৪ হতে ৩১/১২/২০২৭ |
২৩২.৮৩ |
মোট |
৪৬০.৮৬ |
প্রস্তাবিত নতুন প্রকল্প/পরিকল্পনা