Wellcome to National Portal
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ ডিসেম্বর ২০২৪

সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন প্রকল্প

 

 

১). প্রকল্প সংক্রান্ত তথ্যঃ

  • প্রকল্পের শিরোনাম                  : সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন প্রকল্প (১ম সংশোধিত)
  • উদ্যোগী মন্ত্রণালয়/বিভাগ        মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
  • বাস্তবায়নকারী সংস্থা           :  বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন
  • প্রকল্পের বাস্তবায়নকাল         জুলাই ২০২১ হতে জুন ২০২৫ খ্রিঃ
  • প্রাক্কলিত ব্যয় (লক্ষ টাঃ)       :  ৩২৯৮.০০ (জিওবি)
  • প্রকল্প এলাকা                      :  পুরাতন সুরমা নদীর তীরে; ইউনিয়ন:- রাজানগর; উপজেলা:- দিরাই;    

                                        জেলা:- সুনামগঞ্জ।

 

২) প্রকল্পের পটভূমি ও যৌক্তিকতা

 

  • মাছ একটি পঁচনশীল পণ্য। গুনগত মানসম্পন্ন মাছ আমাদের জন্য উচ্চমানের প্রোটিন ও লিপিড সরবরাহ করলেও মাইক্রোব্যাক্টেরিয়াল সংক্রমনের কারনে তা ক্ষতিকারকও হতে পারে। অতিমাত্রায় পঁচনশীল হওয়ার কারনে মাছের জন্য প্রয়োজন উপযুক্ত হ্যান্ডলিং, বৈজ্ঞানিক সংরক্ষন এবং দ্রুতগতির পরিবহণ ব্যবস্থা। নতুন নতুন ফিশিং গ্রাউন্ড সৃস্টি করা, মাছ চাষের এলাকা বৃদ্ধি করা, মৎস্য অবতরণ ও সংরক্ষন সুবিধাদিসহ বিপণন ব্যবস্থা উন্নত করার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্দিসহ এর আর্থ সামাজিক গুরুত্ব বৃদ্ধি করা যেতে পারে। মানসম্মত অবতরণ, সংরক্ষন, বিপণন ও বিতরণ সুবিধাদির অভাবে মাছের গুনগতমান হ্রাস পায়। এমনকি মাঝেমধ্যে এর খাদ্যগুণও নষ্ট হয়ে যায়।

 

  • ইইউ, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা, চীন ও জাপানের মত দেশগুলো মাছ আমদানির ক্ষেত্রে ইতোমধ্যে HACCP (Hazard Analysis Critical Control Point) নীতি অনুসরন করছে। বাংলাদেশ এসব দেশে মূলত চিংড়ি এবং মাছ রপ্তানি করে থাকে। অভ্যন্তরীন বাজারেও তারা কঠোরভাবে HACCP নীতি অনুসরন করে। HACCP নীতির মূল ধারনাই হলো আধুনিক ও স্বাস্থসম্মত উপায়ে মৎস্য অবতরণ, সংরক্ষণ, বিপণন ও বিতরণ সুবিধাদি নিশ্তিত করা। বাংলাদেশের অভ্যন্তরীন মাছ বাজারেও হ্যাসাপ নীতি অনুসরণ করা প্রয়োজন। এ প্রেক্ষিতে বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কর্তৃক আলোচ্য প্রকল্পটি গ্রহণ করা হয়।

 

  • বাংলাদেশের উত্তর-পূবাঞ্চলীয় ০৭ টি জেলা কিশোরগঞ্জ , নেত্রোকোনা, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার অংশ বিশেষ নিয়ে মোট ৩৭৩ টি হাওর/জলাভূমি রয়েছে। এই ৩৭৩ টি হাওর প্রায় ৮৫৯০০০ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত যা হাওর বেষ্টিত জেলাগুলোর মোট আয়তনের প্রায় ৪৩%। প্রায় দুই কোটি মানুষের বসবাস এই হাওর বেষ্টিত ০৭টি জেলায়। আলোচ্য প্রকল্পের মাধ্যমে স্থাপিত সুবিধাদি হাওড় বেষ্টিত সুনামগঞ্জ এলাকায় উৎপাদিত মাছের স্বাস্থ্যসম্মত অবতরণ ব্যবস্থা নিশ্চিত করবে।

 

৩) প্রকল্পের লক্ষ্য (Goal)

  • উন্নতমানের অবতরণ ও বিপণন সুবিধা প্রদানের মাধ্যমে ক্ষতিকর ও রাসায়নিক পদার্থ মুক্ত মাছ সরবরাহ করা।

৪) প্রকল্পের উদ্দেশ্য (Purpose)

  • হাওড় অঞ্চলে আধুনিক মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপনের মাধ্যমে মৎস্য অবতরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থাপনার উন্নয়ন। শুটকী উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থাপনার উন্নয়ন। মৎস্য আহরণ, প্রক্রিয়াকরণ, প্যাকেজিং ও বিপণন এর কাজে জড়িতদের জন্য নিরাপদ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। বিশেষতঃ মৎস্য বাছাই, প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং এর কাজে জড়িত মহিলাদের জন্য বর্ধিত হারে কর্ম সৃজন ও দারিদ্র্য বিমোচনে সহায়তা করা।
  • সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় আধুনিক ও স্বাস্থ্যসম্মত মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন করা।
  • HACCP (Hazard Analysis Critical Control Point) মান অনুযায়ী দেশের মৎস্য বিপণন নেটওয়ার্কের উন্নয়ন।
  • প্রকল্প এলাকায় আহরণকৃত মাছের ৪০% আহরনোত্তর অপচয় (Post-Harvest Loss)  কমিয়ে আনা।
  • মৎস্য ব্যবসায়ীদের জন্য উন্নতমানের HACCP মান সম্পন্ন মৎস্য অবতরণ ও বিপণন সুবিধা নিশ্চিতকরণ;
  • মাছের পোষ্ট হারভেষ্ট লস কমানো এবং বাজার নেটওয়ার্ক উন্নয়ন;
  • আহরণকৃত মাছ এবং উৎপাদিত শুটকী দেশের বিভিন্ন স্থানে সরবরাহের সুবিধা প্রদান।

 

৫) প্রকল্পের আউটপুটঃ

  • বছরে প্রায় ৬৮,০০ মেঃ টন মাছ স্বাস্থ্যসম্মতভাবে অবতরণ ও প্যাকিং।
  • বছরে প্রায় ৪,০৫০ মেঃ টন বরফ উৎপাদন।
  • বছরে প্রায় ৮১০ মেঃ টন মাছ হিমায়ন।
  • বছরে প্রায় ২৫২ মেঃ টন নিরাপদ শুটকি মাছ উৎপাদন।
  • বছরে প্রায় ৬,০০০ মেঃ টন মাছ সংরক্ষণ সুবিদা সৃষ্টি।

৬) জনবলঃ

  • বাস্তবায়ন পর্যায়ের প্রকল্প পরিচালকসহ বিভিন্ন গ্রেডের ও পদের মোট ০৪ জন জনবল প্রেষণে নিয়োগ;
  • আউটসোর্সিং প্রক্রিয়ায় ০২টি সেবা ক্রয়;
  • বাস্তবায়নোত্তর পর্যায়ের জন্য বিভিন্ন গ্রেডের ও পদের মোট ১১ টি পদ সৃষ্টি করে জনবল নিয়োগ/পদায়ন।

৭) উল্লেখযোগ্য কার্যাবলীঃ

  • প্রকল্প এলাকায় ২০২৫০ ঘনমিটার ভুমি উন্নয়ন
  • ১৭০০০ বর্গফুটের (দ্বি-তল) মাল্টিপারপাস বিল্ডিং স্থাপন;
  • ১৫ টনের একটি বরফকল এবং ২০ টনের ০১ টি ক্ষমতাসম্পন্ন  কোল্ড স্টোরেজ নির্মাণ
  • ০৪টি গ্রীণ হাউজ মেকানিকাল ড্রায়ার এবং ০৪ টি সোলার মিনিগ্রীড চালিত ড্রায়ার স্থাপন
  • ৬ফুট উচ্চতার ৮৩৫ রানিং ফুট বাউন্ডারী ওয়াল নির্মাণ করা
  • ০২টি জেনারেটরসহ ০১টি বৈদ্যুতিক সাব-স্টেশন স্থাপন

 

 

 

৮)  চলমান কার্যক্রমঃ

 

ক্রঃ নং

কার্যক্রমের নাম

পরিমাণ/সংখ্যা

প্রাক্কলিত বরাদ্দ

(আরডিপিপি অনুযায়ী)

 

মন্তব্য

বাউন্ডারী ওয়াল নির্মান

৮৩৫ রানিং ফুট

71.00

প্রকল্প-সাইটে বাউন্ডারী ওয়াল নির্মান কাজ সম্পন্ন হয়েছে।

ভূমি উন্নয়ন

২০২৫০ বর্গফুট

80.00

প্রকল্প-সাইটে ভূমি উন্নয়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

জেটি, সিঁড়ি ও ঢালুপথ নির্মাণ ও সংস্থাপন

১৫০০ বর্গফুট

25.91

প্রকল্প-সাইটে জেটি, সিঁড়ি ও ঢালুপথ নির্মাণ ও সংস্থাপন কার্যক্রমের ৯০ ভাগ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কার্যক্রম চলমান রয়েছে।

বরফকল ও কোল্ডস্টোরেজ কাম মেশিনরুম নির্মাণ

৪০০০ বর্গফুট

127.65

প্রকল্প-সাইটে বরফকল ও কোল্ডস্টোরেজ কাম মেশিনরুম নির্মাণ কার্যক্রমের ৯০ ভাগ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কার্যক্রম চলমান রয়েছে।

বৈদ্যুতিক সরঞ্জামাদি সরবরাহ ও স্থাপন

১ সেট

115.00

প্রকল্প-সাইটে বৈদ্যুতিক সরঞ্জামাদি সরবরাহ ও স্থাপন কার্যক্রমের নিভিল কার্যক্রম সম্পন্ন ও ২ টি জেনারেটর স্থাপন সম্পন্ন হয়েছে।  সাবস্টেশান ইনস্টলেশান কার্যক্রম চলমান রয়েছে।

বহিঃ সংযোগ সড়ক ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ

৫৪০০ বর্গফুট

39.03

প্রকল্প-সাইটের অন্যান্য সকল পূর্ত কাজ শেষে বহিঃ সংযোগ সড়ক ও অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ কার্যক্রম সম্পন্ন হবে।

গভীর নলকূপ সরবরাহ ও স্থাপন

০১টি

24.00

প্রকল্প-সাইটে গভীর নলকূপ সরবরাহ ও স্থাপন কার্যক্রম আন্ডারগ্রাউন্ড রিজার্ভার ও সেন্টিফিউভাল পাম্প বাদে সকল কাজ সম্পন্ন রয়েছে।

স্বাস্থ্যবিধান ও পানি সরবরাহ নির্মাণ ও সংস্থাপন

থোক

40.00

প্রকল্প-সাইটে স্বাস্থ্যবিধান ও পানি সরবরাহ নির্মাণ ও সংস্থাপন কার্যক্রমের সেফটি ট্যাংক ,সুকেল, ফিটিংস বাদে সকল কাজ সম্পন্ন রয়েছে।

ট্রাক পার্কিং এরিয়া নির্মাণ ও সংস্থাপন

৫৪০০ বর্গফুট

35.10

প্রকল্প-সাইটে ট্রাক পার্কিং এরিয়া নির্মাণ ও সংস্থাপন কার্যক্রমের রড বাইন্ডিং ও ঢালাই কার্যক্রম বাদে সকল কার্যক্রম সম্পন্ন চলমান রয়েছে।

১০

নিকাশ কাঠামো নির্মাণ ও সংস্থাপন

১০০০ বর্গফুট

40.00

প্রকল্প-সাইটে নিকাশ কাঠামো নির্মাণ ও সংস্থাপন কার্যক্রমের নদীর তীরবর্তী ৪৫ ফুট বাদে অবশিষ্ট কার্যক্রম সম্পন্ন রয়েছে।

১১

এয়ার কন্ডিশন ক্রয়

১সেট

1.50

ক্রয় কার্যক্রম সম্পন্ন হয়েছে।

১২

০৪টি গ্রীন হাউজ মেকানিক্যাল ড্রায়ার

০৪টি

14.57

কার্যক্রম চলমান

১৩

০৪ (চার) টি সোলার মিনি গ্রীড চালিত ড্রায়ার

০৪টি

71.80

কার্যক্রম চলমান

১৪

মাল্টি পারপাস বিল্ডিং

১৭০০০ বর্গফুট

1060.00

প্রকল্প-সাইটে মাল্টি পারপাস বিল্ডিং নির্মাণ কার্যক্রমের ৫০ ভাগ মাটি খনন ও ফাউন্ডেশানের রড বাইন্ডিং, প্রকল্পের মেইন গেইটের ৪টি কলাম ঢালাই সম্পন্ন হয়েছে। অবশিষ্ট কার্যক্রম চলমান রয়েছে।

১৫

সোলার প্যানেল (১০ কিলোওয়াট)

১ সেট

১৬.০০

সকল মালামাল প্রকল্প সাইটে সংরক্ষণ আছে ইনস্টলেশান বাদে সকল কার্যক্রম সম্পন্ন

১৬

ডেক্সটপ কম্পিউটার ও এরক্সসরিজ

০৫টি

5.00

০৪টি ক্রয় করা হয়েছে।

১৭

ফার্নিচার

৯৪টি

10.54

১৮ টি ক্রয় করা হয়েছে।