গত ২২/০৪/২০১৪ খ্রিঃ তারিখে একনেক কর্তৃক ‘‘হাওর অঞ্চলে মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন’’ শীর্ষক প্রকল্পটি প্রায় ৬৪.৪৩ কোটি টাকায় বাস্তবায়নের জন্য অনুমোদিত হয়। প্রকল্পটির বাস্তবায়নকাল এপ্রিল/২০১৪ হতে মার্চ/২০১৮ খ্রিঃ পর্যন্ত। এ প্রকল্পে নিম্নোক্ত ০৩টি স্থানে স্বাস্থ্যসম্মত অবতরণ কেন্দ্র স্থাপন করা হবে।
এ প্রকল্পের অধীনে মোহনগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন প্রকল্প, মোহনগঞ্জ, নেত্রকোণা ও সুনামগঞ্জ মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন প্রকল্প, সুনামগঞ্জ সদর উপজেলা, সুনামগঞ্জ এ নির্মাণ ও পূর্ত কাজ চলমান আছে। কিশোরগঞ্জ জেলার ভৈরব মৎস্য অবতরণ কেন্দ্র স্থাপন প্রকল্পের জমি অধিগ্রহণের কাজ প্রক্রিয়াধীন আছে। জমি অধিগ্রহণ কাজ সমাপ্ত হলেই নির্মাণ কাজ বাস্তবায়ন করা হবে।