Wellcome to National Portal
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd ডিসেম্বর ২০২৪

মৎস্য অবতরন ও পাইকারি মৎস্য বাজার, কক্সবাজার

 

 

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত পর্যটন নগরী কক্সবাজার জেলার বাঁকখালী নদীর পশ্চিম তীরে ১৯৬৫-৬৬ সনে ৩.৭০ একর জমিতে স্থাপিত কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারী মৎস্য বাজার। এটি বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন ( bfdc.gov.bd) এর নিয়ন্ত্রাধীন একটি সংবিধিবদ্ধ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান। এটি কক্সবাজার জেলার একমাত্র স্বাস্থ্যসম্মত ও নিরাপদ মৎস্য অবতরণ কেন্দ্র।  

কর্পোরেশনের প্রাক্তন চেয়ারম্যান জনাব পিউস কস্তা ঐকান্তিক প্রচেষ্টার ইউনিটটি প্রতিষ্ঠার প্রায় পঞ্চাশ বছর পর ভূমি মন্ত্রণালয় কর্তৃক ধার্যকৃত প্রতিকী মূল্য ১.০১ লক্ষ টাকার বিনিময়ে ৩.৭০ একর জমি গত আগষ্ট/১৫ মাসে জেলা প্রশাসক, কক্সবাজার থেকে ক্রয় পূর্বক বিএফডিসি’র নামে রেজিষ্ট্রি করে নেওয়া হয়।

এই দপ্তরের অভিলক্ষ্য হল সামুদ্রিক মাছ স্বাস্থ্যসম্মত উপায়ে অবতরণ, অবতরণ পরবর্তী অপচয় হ্রাসকরণ, মৎস্য বিপণন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় মৎস্যজীবি ও ব্যবসায়ীদের সহযোগিতা জোরদারকরণ।

 

স্থাপনাসমূহঃ

৩০ টন ক্ষমতা সম্পন্ন বরফকল – ০১টি

মৎস্য অবতরণ শেড – ০৩টি

গ্যাংওয়েসহ পন্টুন – ০১টি

আড়ৎঘর (মৎস্য বিপণনের জন্য) - ৩৪ টি

দোকানঘর (মৎস্য বিপণনের জন্য) - ২০ টি

অফিস ভবন

আবাসিক ভবন

মসজিদ

 

পর্যটন নগরী কক্সবাজার এর সৌন্দর্য বজায় রাখতে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারী মৎস্য বাজার জাইকার সহায়তায় আধুনিক ও আকর্ষণীয় করার কাযক্রম চলমান রয়েছে।

 

কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্র ও পাইকারী মৎস্য বাজার ওয়েভসাইট