কক্সবাজার জেলায় শুটকি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন প্রকল্প
১). প্রকল্প সংক্রান্ত তথ্যঃ
প্রকল্পের শিরোনাম : কক্সবাজার জেলায় শুটকী প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন (১ম সংশোধিত)
উদ্যোগী মন্ত্রণালয়/বিভাগ : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়
বাস্তবায়নকারী সংস্থা : বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন
প্রকল্পের বাস্তবায়নকাল : জানুয়ারি, ২০২১ হতে ডিসেম্বর, ২০২৪ খ্রিঃ
প্রাক্কলিত ব্যয় (লক্ষ টাঃ) : ২২৮৪০.০০ (জিওবি)
প্রকল্প এলাকা : খুরুশকুল, কক্সবাজার সদর, কক্সবাজার।
২). প্রকল্পের পটভূমি ও যৌক্তিকতা
কক্সবাজার বিমান বন্দরকে আন্তর্জাতিক বিমান বন্দরে রূপান্তরের লক্ষ্যে বিমান বন্দরটি সম্প্রসারণের প্রয়োজনীয়তা দেখা দেয়ায় বিমান বন্দরের আশে পাশের এলাকায় সরকারি খাস জমিতে বিশেষ করে কুতুবদিয়াপাড়া-সমিতি পাড়া-নাজিরারটেক নামে পরিচিত কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ড এলাকায় বসবাসরত বাসিন্দাদের স্থানান্তরের প্রয়োজন হয়।
ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত ৪৬০৯টি পরিবার যাতে উদ্বাস্তু না হয় সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প গ্রহণ করা হয়।
উক্ত ৪৬০৯টি পরিবারের মধ্যে অধিকাংশই মৎস্যজীবি বিধায় এ প্রকল্পের আওতায় ১৩৯টি ৫তলা ভবনের পাশাপাশি ০১টি শুটকি প্রক্রিয়াকরণ অঞ্চল ও বিক্রয় কেন্দ্র নির্মাণের সংস্থান রাখা হয় যেখানে শুটকি উৎপাদন ও বিক্রয়ের মাধ্যমে তাদের জীবিকা উপার্জন নিশ্চিত করা হবে।
পরবর্তীতে গত ২০-০৮-২০১৯খ্রিঃ তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদনের প্রেক্ষিতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় তথা বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন কর্তৃক খুরুশকুল এলাকায় শুটকি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপনের লক্ষ্যে পৃথক ডিপিপি প্রণয়ন করা হয় এবং গত ০৩ নভেম্বর ২০২০ তারিখে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় প্রকল্পটি অনুমোদিত হয়।
৩). প্রকল্পের উদ্দেশ্যঃ
খুরুশকুল আশ্রায়ণ প্রকল্পে পুনর্বাসিত ৪৬০৯টি পরিবারের সদস্যদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি;
মানসম্পন্ন কাঁচা মাছ সংগ্রহের জন্য আধুনিক মৎস্য অবতরণ ব্যবস্থা নিশ্চিত করা;
নিরাপদ শুটকী মাছ উৎপাদন এবং উন্নত সংরক্ষণ ও বাজারজাতকরণ ব্যবস্থাপনা প্রবর্তন;
আন্তর্জাতিক বাজারে গুনগত মানসম্পন্ন শুটকি মাছের প্রবেশাধিকারে সহায়তাকরণ।
৪). প্রকল্পের আউটপুটঃ
পুনর্বাসিত পরিবারের সদস্যসহ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মোট ১০০০০ লোকের কর্মসংস্থান সৃষ্টি;
শুটকী উৎপাদনের সাথে জড়িত ৩০০ জন ব্যবসায়ী ব্যবসার সুযোগ;
বছরে প্রায় ৭০০০ মেঃ টন নিরাপদ শুটকী মাছ উৎপাদন;
প্রতি ঘন্টায় ৫৫০ ব্যাগ (প্রতি ব্যাগ ৫০০ গ্রাম বা ১ কেজি বা ৩ কেজি বা ৫ কেজি সাইজের) শুটকী প্যাকেটজাতকরণ;
দৈনিক ১০০ মেঃ টন শুটকী সংরক্ষণ সুবিধা সৃষ্টি।
৫). জনবলঃ
বাস্তবায়ন পর্যায়ের প্রকল্প পরিচালকসহ বিভিন্ন গ্রেডের ও পদের মোট ০৭ জন জনবল প্রেষণে নিয়োগ;
আউটসোর্সিং প্রক্রিয়ায় ০৯টি সেবা ক্রয়;
বাস্তবায়নোত্তর পর্যায়ের জন্য বিভিন্ন গ্রেডের ও পদের মোট ৬০টি পদ সৃষ্টি করে জনবল নিয়োগ/পদায়ন।
৬). উল্লেখযোগ্য কার্যাবলীঃ
২৫০০ বর্গমিটারবিশিষ্ট অবতরণ শেড নির্মাণ;
জলাধার ও সার্ভিস রুমসহ ৪ তলাবিশিষ্ট ল্যাব, অফিস, প্রশিক্ষণ কেন্দ্র কাম ডরমেটরী নির্মাণ;