Wellcome to National Portal
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৩ এপ্রিল ২০১৭

মাল্টিচ্যানেল স্লিপওয়ে নির্মাণ প্রকল্প

প্রকল্পটি গত ১১/১০/২০০৯ খ্রিঃ তারিখে অনুমোদিত হয়।প্রকল্পের নির্মাণ ব্যয় ৪২.৭৮ কোটি টাকা এবং বাস্তবায়নকাল জুলাই/২০০৯ হতে জুন/২০১৭ পর্যন্ত। কিন্তু প্রকল্পের উপদেষ্টা এবং ওয়েট লেভেলের চ্যানেল নির্মাণে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অনুমতি প্রাপ্তির বিলম্বের জন্য প্রকল্পটির বাস্তবায়ন যথাসময়ে সম্ভব হয়নি।

প্রকল্পটি চট্টগ্রামস্থ কর্ণফূলী নদীর দক্ষিণ তীরে চট্টগ্রাম মৎস্য বন্দরে বাস্তবায়ন হচ্ছে। শুষ্ক মৌসুমসহ সারা বছর ছোট ও মাঝারী সাইজের জাহাজ, বার্জ, ট্রলার মেরামত ও ডকিং এবং জেটি ও পন্টুন নির্মাণ সুবিধার্থে দুই-চ্যানেল বিশিষ্ট এ স্লিপওয়ে নির্মাণ করা হচ্ছে। যার দ্বারা মাসে ৪টি বছরে ৪৮টি ট্রলার/জাহাজ ডকিং-আনডকিং ও মেরামত সুবিধা প্রদান করা সম্ভব হবে। প্রকল্পটি চালু হলে চুক্তিভিত্তিক ৩৪ জন জনবলসহ প্রায় ৫৫০ জন দক্ষ-অদক্ষ জনবলের কর্মসংস্থান সৃষ্টি হবে। ইতোমধ্যে প্রকল্পের ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট  কাজ নির্মানাধীন আছে।