Wellcome to National Portal
বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৫ জানুয়ারি ২০২৫

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের আওতাধীন কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের আধুনিকায়ন প্রকল্প

১). প্রকল্প সংক্রান্ত তথ্য:

  • প্রকল্পের শিরোনাম

:

Improvement of Fish Landing Center of Bangladesh Fisheries   Development Corporation in Cox’s Bazar District

  • উদ্যোগী মন্ত্রণালয়/বিভাগ

:

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়

  • বাস্তবায়নকারী সংস্থা    

:

বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন

  • প্রকল্পের বাস্তবায়নকাল  

:

জানুয়ারি, ২০২৪ হতে ডিসেম্বর, ২০২৭ খ্রিঃ

  • প্রাক্কলিত ব্যয় (লক্ষ টাঃ)

:

মোট: ২৩২৮৩.০০ (জিওবি ঋণ: ৬০৫১.৬২ এবং জাইকা অনুদান: ১৭২৩১.৩৮)

  • প্রকল্প এলাকা

:

কক্সবাজার সদর, কক্সবাজার।

 

২). প্রকল্পের পটভূমি ও যৌক্তিকতা:

  • বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্র কক্সবাজার জেলার কক্সবাজার সদর উপজেলায় অবস্থিত যেখানে কক্সবাজার জেলার আহরিত মোট মাছের 85% এর বেশি অবতরণ করা হয় (JICA, 2021)।
  • 2012 সালে একটি ঘূর্ণিঝড়ের ফলে বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রের জেটি এবং অবতরণ শেড ক্ষতিগ্রস্থ হয়। যার ফলে অস্বাস্থ্যকর অবস্থায় মাছ অবতরণ ও মাছের Post Harvest Loss রোধ করা সম্ভব হয় না। মাছ অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় অবতরণের ফলে মাছের গুণগতমান এবং সতেজতা ঠিক না থাকার কারণে জেলেরা মাছের ন্যায্য মূল্য পাপ্তি হতে বঞ্চিত হয়।
  • মাছের স্বাস্থ্যসম্মত অবতরণ নিশ্চিত, আহরণত্তোর অপচয় রোধের মাধ্যমে মাছের গুনগতমান ঠিক রাখা, মাছের ন্যায্য মূল্য পাপ্তি নিশ্চিত ও বাজারজাতকরণ ব্যবস্থা উন্নত করার মাধ্যমে জেলে সম্প্রদায়ের জীবনযাত্রার মান উন্নতি এবং জীবিকা উপার্জন নিশ্চিত করার লক্ষ্যে Japan International Co-operation Agency (JICA) এর কারিগরি ও আর্থিক সহযোগিতায় প্রকল্পটি বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হয়।
  • প্রকল্পটি বিগত 28 মার্চ ২০২4 তারিখে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় অনুমোদিত এবং বিগত 28 এপ্রিল 2024 তারিখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় হতে প্রশাসনিক অনুমোদন জ্ঞাপন করা হয়।

 

৩). প্রকল্পের উদ্দেশ্য:

  • আহরিত মাছের অবতরণ ও ব্যবস্থাপনা সংক্রান্ত দক্ষতা বৃদ্ধি করা;
  • মৎস্য অবতরণ ও পাইকারী মৎস্য বাজার, কক্সবাজার কেন্দ্রে আধুনিক অবতরণ সুবিধাদি এবং এ সংক্রান্ত সরঞ্জামাদি সংযোজনের মাধ্যমে মাছের আহরোণোত্তর অপচয় হার হ্রাস করা;
  • মৎস্য ট্রলারের বার্থিং সুবিধা বৃদ্ধি করা।

৪). প্রকল্পের আউটপুট:

  • প্রত্যক্ষ মোট 2000 লোকের বা পরোক্ষভাবে মোট 200000 লোকের কর্মসংস্থান সৃষ্টি;
  • ৎস্য অবতরণের পরিমাণ বার্ষিক 7000 মেট্রিক টন থেকে 14,000 মেট্রিক টনে উন্নীত হবে;
  • বরফ উৎপাদন বছরে 5000 মেট্রিক টন হতে বৃদ্ধি পেয়ে 7500 মেট্রিক টন  হবে;
  • প্রতিদিন অতিরিক্ত 40টি নৌকা মৎস্য অবতরণের জন্য বার্থিং এর সুযোগ পাবে;
  • মৎস্য ট্রলার হতে অবতরণের অপেক্ষাকাল 02 ঘন্টা হ্রাস পাবে।

৫). জনবল:

  • বাস্তবায়ন পর্যায়ের প্রকল্প পরিচালকসহ বিভিন্ন গ্রেডের ও পদের মোট ০৪ জন জনবল বিএফডিসি হতে প্রেষণে নিয়োগ;
  • আউটসোর্সিং প্রক্রিয়ায় ১৩টি সেবা ক্রয়;
  • বাস্তবায়নোত্তর পর্যায়ের জন্য বিভিন্ন গ্রেডের ও পদের মোট ২৪টি পদ সৃষ্টি করে জনবল নিয়োগ/পদায়ন।

 

৬). উল্লেখযোগ্য কার্যাবলী:

  • Construction Period-এ মাছ অবতরণের জন্য 1457.3 বর্গমিটার অস্থায়ী শেড নির্মাণ (ইস্পাত কাঠামো);
  • 3 তলা বিশিষ্ট 6149.00 বর্গমিটার ফিশ ল্যান্ডিং সেন্টার ভবন নির্মাণ;
  • ব্যবসায়ীদের জন্য 195.00 বর্গমিটার অফিস ভবন নির্মাণ;
  • 02 টি পন্টুন-গ্যাংওয়ে স্থাপন;
  • 3176.69 বর্গমিটার পাড় সংরক্ষণ দেয়াল নির্মাণ;
  • 714.60 বর্গমিটার মৎস্য বাজার ও প্রার্থনা কক্ষ নির্মাণ;
  • সীমানা প্রাচীর নির্মাণ;বিভিন্ন যন্ত্রপাতি ও মাছ ধরার সরঞ্জামাদি ক্রয়।